বামিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত
১ min read
নতুন আলো প্রতিনিধি :বামিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত ৷
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় বামিংহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে ৫ই জুন রোজ সোমবার সন্ধ্যা সাড়ে সাত ঘটিকার সময় ৷
সংগঠনের সভাপতি সৈয়দ জমশেদ আলীর সভাপতিত্বে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের ধর্ম সম্পাদক মিফতা আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আয়াজ আহমদ সভাপতি মৌলভীবাজার থানা বিএনপি,বিশেষ অতিথি ছিলেন মিস্টার জন হেমিং সাবেক এমপি ব্রিটিশ পার্লামেন্ট।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা এনামুল হাসান সাব্বির সভাপতি খেলাফত মজলিস বামিংহাম ,মুফতি তাজুল ইসলাম, মৌওলানা আবুল কালাম আজাদ, ব্যবসায়ী নেতা পারভেজ মালিক।
বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন এমবি, ওয়ালী মুক্তা, নুরুজ্জামান,আব্দুর রশীদ,শফিক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমেদ ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী,জালাল উদ্দিন আহমেদ সাবেক সভাপতি ওয়েষ্ট মিডল্যান্ড যুবদল,মিঃ আলী সহ সাধারন,ফরহাদ আহমেদ সহ সাধারণ সম্পাদক,কোষাধ্যক্ষ মোস্তাকিম আহমেদ,যুব বিষয়ক সম্পাদক কবির আহমেদ,সহ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চুনু মিয়া সদস্য, মোদাচ্ছির খান সদস্য,শামীম আহমদ , শাহিন মিয়া প্রমূখ ৷
আলোচনায় বক্তারা বিএনপির প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করেন ।বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ,তারুণ্যের অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমানের সুস্থ্যতা কামনা ও বিশ্বের মুসলিম উন্মার শান্তি কামনায় দোয়া করেন । সভা থেকে ইসলামের নামে মানচেষ্টারে ও লন্ডন ব্রিজে হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং সমবেদনা জানানো হয় হামলায় হতাহতদের প্রতি ।