গোয়াইনঘাটে ভাই’র হাতে বোন খুন
নতুন আলো নিউজ ডেস্ক :গোয়াইনঘাটে ভাই’র হাতে বোন খুন গোয়াইন ঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের লক্ষণছড়া (আলীছড়া) গ্রামের হাশেম মিয়ার ছেলে তাজুল ইসলাম (২৩) তার বোন তামান্না আক্তার (১৪) কে কুপিয়ে হত্যা করেছে। জানাগেছে একই গ্রামের চান মিয়ার ছেলে জাফর (২২) এর সাথে তামান্না আক্তার’র প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে তারা উভয় গতরাত পরকিয়ায় লিপ্ত হওয়ার প্রস্তুতি নিলে তামান্না’র
ভাই তাজুল ইসলাম’র দৃষ্টিতে পড়ে। তাজুল তখন তামান্নাকে ধরে এনে মারপিট করে ঘরে বন্ধী করে রাখে। বুধবার সকাল ৮টায় তামান্নাকে তাজুল ঘরের সামনে জাফর সম্পর্কে জিঞ্জেসা করে। এবং এরই ফাকে
হঠাৎ দেশীয় অস্ত্র হাতে নিয়ে তামান্নার গলায় দুটি কুপ দিয়ে তাকে ঘটনাস্থলেই হত্যা করে।