জগন্নাথপুর পৌর শহরের কেশবপুরে যুক্তরাজ্য প্রবাসীর উদ্দ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরন

নতুন আলো নিউজ ডেস্ক :সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী দানবীর মো: আব্দুল জলিল মিয়ার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ কেশবপুর এলাকার হত দরিদ্র পুরুষ ও মহিলাদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টায় প্রবাসীর নিজ বাড়িতে আয়োজিত বিতরন পূর্ব আলোচনা সভায় কেশবপুর এলাকার প্রবীন মুরব্বী আহাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখের জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলার তাজিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: বাদশা মিয়া, সমাজসেবী কাঁচা মিয়া। তরুন সমাজসেবী ফয়ছল আহমদ ও আব্দুর রহিমের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্বারী ইমাদ উদ্দিন, সমাজসেবী আঙ্গুর মিয়া, আজাদ মিয়া, দবির মিয়া, আব্দুল মমিন, আমির হোসেন, জেবু মিয়া, ছালিক মিয়া, মুতিব মিয়া প্রমূখ।
পরে কেশবপুর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক হত দরিদ্র পুরুষ ও মহিলাদের মাঝে নগদ টাকা, ১০কেজি চাল, ২লিটার তৈল, ২ কেজি পিয়াজ, ১কেজি ময়দা, ১ কেজি ছোলা, আধা কেজি দুধ বিতরন করা হয়।