দিরাই কলেজ ছাত্রদের ধর্মঘট ও মানববন্ধন পালন
১ min readদিরাই প্রতিনিধি :দিরাই ডিগ্রী কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক সন্দীপন দাসের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে কলেজ পরিচালনা কমিটি কর্তৃক ষড়যন্ত্রমুলক রায়ের প্রতিবাদে ফুঁসে উঠেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা। গতকাল রোববার সকাল ১০ টায় পূর্ব ঘোষিত ছাত্রধর্মঘটের অংশ হিসেবে কলেজের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা। এরপর দুপুর ১২টায় দিরাই থানা পয়েন্টে অবিলম্বে ষড়যন্ত্র মূলক রায় প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয় । কলেজ শিক্ষার্থী সোহেল আহমদের সভাপতিত্বে এবং আল-মামুনের পরিচালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন, আখলাকুর রহমান, শুভ, আফজাল, আশরাফ উদ্দিন, রায়হান, ইমন, মামুন, তানবির, পারভিন সুলতানা, ইমা আক্তার, তন্বী বেগম, ওমর ফারুক ও ফরহাদ মিয়া প্রমুখ। মানববন্ধন কালে শিক্ষার্থীরা কলেজের ইংরেজি শিক্ষক সন্দীপন দাসের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে কলেজ পরিচালনা কমিটি যে সিদ্ধান্ত দিয়েছেন তা প্রত্যাহার করার দাবী জানিয়ে বলেন, কলেজের এক বিতর্কিত ছাত্রের সাজানো ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে ঘটনা জড়িত না থাকার প্রমান পাওয়ার পরও পরিচালনা কমিটির কতিপয় সদস্যের উদ্দেশ্য মুলক প্রতিবেদনের ভিত্তিতে সন্দীপন স্যারকে জড়িয়ে ষড়যন্ত্রমুলক রায় প্রদান করে। অবিলম্বে এ রায় প্রত্যাহার করতে হবে, তা না হলে কঠোর আন্দোলনের কর্মূসুচী গ্রহন করা হবে।
উল্লেখ্য গত ১৩ মে দিরাই ডিগ্রী কলেজের অফিস সহকারি ভানু দাস ও পিয়ন স্বজন দাস কলেজে বসে মদপান করলেও শিক্ষক সন্দীপন দাসকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়। এরপর সরকারী দলের প্রভাবশালী মহলের ইন্ধনে কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজীব রায়সহ কয়েকজন ছাত্র কলেজ পরিচালনা কমিটির কাছে একটি লিখিত অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ মে কলেজ কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী কলেজ পরিচালনা কমিটি ৭ জুন অভিযুক্তদের বিরুদ্ধে রায় প্রদান করে। রায়ে ইংরেজি শিক্ষক সন্দীপন দাসকে কলেজের সকল কমিটি থেকে স্থায়ীভাবে অব্যাহতি ও এক বছরের ইনক্রিমেন্ট বন্ধ করার প্রস্তাব করা হয় ।