বিয়ের শাড়িটি পরা অার হলো না হোসনার
১ min readনতুন আলো নিউজ ডেস্ক :বিয়ের শাড়িটি পরা হবে না অার হোসনার মায়াভরা হাসিমুখের এই বোনটির নাম হোসনা বেগম। বয়স ২২ বছর। পরিবারের সবার ছোট,বড়ো অাদরের।
অাসছে ২৯ শে জুলাই বিয়ের দিন ঠিক ছিল তার। মা-বাবার পছন্দেই। পরিবারটির স্বজনদের সাথে মৌলভীবাজারে এইমাত্র কথা বলে জানলাম, হোসনার শাড়িসহ বিয়ের সব কেনাকাটাও সম্পন্ন ছিল। বিয়ের হল বুকিং সহ সব কিছু রোজার অাগেই শেষ হয়েছে।
না,বোনটির অার বিয়ের পিড়িতে বসা হবে না। লন্ডনে পুড়ে যাওয়া ভবনটির ১৭তলার ১৪৪ নাম্বার ফ্লাটে বাবা কমরু মিয়া সহ মা অার ভাইয়ের সাথে ই বসবাস করতেন তিনি। তাঁদের মূল বাড়ি মৌলভীবাজারের একাটুনার বিরইনবাদ গ্রামে।
বৃহস্পতিবার ভোরে লন্ডনের গ্রীনফেল টাওয়ারের লেলিহান বিভীষিকাময় অাগুন ভবনটির অার সব হতভাগ্য বাসিন্দারের মতো পুড়িয়ে দিয়েছে হোসনার সব সপ্নও। সেহরি অার ফজরের নামাজের পর সেই ধেয়ে অাসা যন্ত্রনায় দগ্ধ হয়ে মৃত্যুর দুয়ারে অাত্বসমপর্ন করা ছাড়া অার কোন পথও ছিল না তাদের। শেষবার ফোনে সংযোগ বিছিন্ন হবার অাগে লন্ডনেই অারেকটি বাড়িতে বসবাসরত ভাইয়ের কাছে ফোনে কথা বলছিলেন হোসনা। নিশ্চিত মৃত্যুর ক্রমাগত এগিয়ে অাসা দেখে ভাইয়ের কাছে বোনটি দোয়া চেয়েছিল, কিছুটা কম কষ্টে মৃত্যুর।
মা বাবা অার ভাইয়ের সাথে অগ্নিদগ্ধ নিখোঁজদের তালিকায় হোসনার মুখটি দেখে যে অামার চোখেও যে অশ্রু নেমেছে, তা টের পেলাম লিখতে বসে সেলফোনের স্ক্রীণে টলমলে অশ্রুফোঁটা দেখে। অামার বোনটাও তো থাকে সাড়ে ১৫ ঘন্টা দুরে। শশুরবাড়ী ঠিকানায় নয়, সাড়ে তিনহাতের ছোট্র মাটির বিছানায় পুড়ে যাওয়া বোনটিকে কী করে রেখে অাসবে ভাইটি…
মুনজের অাহমদ চৌধুরীর ওয়াল থেকে নেয়া