বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ীবহরে হামলার প্রতিবাদে লিডস বিএনপির প্রতিবাদ সভা ও ইফতার
লিডস প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ীবহরে হামলার প্রতিবাদে লিডস বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। লিডস বিএনপির সভাপতি হাজী আংগুর মিয়ার সভাপতিত্বে, সাধারন সম্পাদক সৈয়দ জহরুল ইসলামের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদ আলী।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেস্টা হাজী সুন্দর আলী, সিনিয়র সহ সভাপতি আব্দুল কালাম, যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক সাইদুর মিয়া, সহসাধারন সম্পাদক আলমগির হুসেন, দপ্তর সম্পাদক জাহেদ কাদেরি,সহ সাংগটনিক সম্পাদক মাহবুব হুসেন,আন্তজাতিক সম্পাদক হায়দর আলী, সদস্য জামাল তালুকদার, নজরুল মিয়া, জাহাংগির মিয়া, কয়েস মিয়া ও নাদিল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন এই সরকার শেষ সরকার নয় আওয়ামী লীগ কে মনে করিয়ে হুশিয়ারি উচ্চারণ করে বলেন বিএনপি ক্ষমতাসীন হলে রাজনীতিতে অপরাজনীতির চর্চাকারী হাসান মাহমুদ গংদের এ ভাবে ধোলাই করে পাল্টা জবাব দেওয়া হবে ।
রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ীবহরের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানান এবং
ইফতার পূর্ব দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া , তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্টনায়ক জনাব তারেক রহমানের সুস্থ্যতা কামনা ও বিশ্বের মুসলিম উন্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়ে।