ভাটিপাড়া হাইস্কুল ক্বিরাআত সেন্টারের পুরস্কার বিতরণী সর্ম্পুণ

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জে জগন্নাথপুরে ভাটিপাড়া হাইস্কুল ক্বিরাআত সেন্টারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলকক্ষে গত কাল ২৬ শে রমজান রোজ বুধবার আন্জুমানে তাহাফফুজে দ্বীন পরিচালিত ভাটিপাড়া হাইস্কুল সেন্টারে ক্বিরাআত প্রশিক্ষন কোর্সের পরিচালক হাঃতারেক মানোয়ার বকুল এর সভাপতিত্বে ও শাহির আলম মারুফের পরিচালনায় সভা অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,সভাপতি,হায়দরিয়া দাখিল মাদ্রাসা,রুহুল আমিন তালুকদার,ভাটিপাড়া ইউ পি জমিয়ত সহ সভাপতি, ডাঃ কাজী এম এ তালেব, স্কুল পরিচালনা কমিটি, সদস্য মুজাহিদ চৌধুরী সহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।