ছাতকের পালপুরে আবারো সংঘর্ষ
১ min read
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):ছাতকের দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার ২৬জুন সন্ধ্যায় গ্রামের নূর মিয়া ও আবুল হোসেন পক্ষের মধ্যে এঘটনা ঘটে। জানা যায়, পালপুর গ্রামের নূর মিয়া ও গ্রামবাসির পক্ষে আবুল হোসেনের মধ্যে দীর্ঘদিন থেকে বিরুধ চলে আসছে। এনিয়ে বিবদমান দু’পক্ষে থানা ও আদালতে মামলা-পাল্টা মামলা চলছে। এরই জের ধরে দু’পক্ষে এঘটনা ঘটে। এব্যাপারে গ্রামবাসির পক্ষে আবদুল জলিল মানিক বলেন, মাহবুব, মাহি, জুয়েলসহ অপরিচিত কয়েকজন সন্ত্রাসী ঈদের দিন সকাল থেকে পালপুর এলাকায় মহড়া শুরু করে। সন্ধ্যায় তার বাড়ির গেটে অস্ত্রের মহড়া শুরু করলে দু’পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় মাহবুবের নেতৃত্বে মাগরিবের নামাজের পূর্বে পালপুর জামে মসজিদের মুসল্লি ও বিভিন্ন বাড়িতে হামলা করে তারা। এতে হাসান আহমদ ও ওসমান আহত হয়। এছাড়া আতঙ্কে রিপনের দোকানসহ পয়েন্টের সবগুলো দোকান বন্ধ রয়েছে বলে জানান। এদিকে টিএম আহসান মাহবুব জানন, পূর্ব বিরুধের জের ধরে সিলেট জেলাবারের সদস্য এড. টিএম মুহি উদ্দিন মাহি ও তার চাচা টিএম আহমেদ আনহার ঘটনার সময় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ছাতকস্থ বাসভবন থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে তাদের প্রতিপক্ষ পালপুর অব্দুল জলিল মানিকের বাড়ির সামনে পৌছলে প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালায়। এতে কয়েকজন লোক গুরুতর আহত হয়। এদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত মোটর সাইকেল চিনিয়ে নেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এব্যাপারে পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় এখনো কোন হয়নি। ##