৬ মাসে ক্রসফায়ার ও বাহিনী হেফাজতে নিহত ৯০ জন

নতুন আলো নিউজ ডেস্কঃ দেশজুড়ে গত ছয় মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে বা ক্রসফায়ারে ৯০ জন মারা গেছেন। আইনি ও মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের সঙ্গে ক্রসফায়ারে ৪৬ জন, পুলিশের গোয়েন্দা শাখা ডিবির সঙ্গে ৮ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ক্রসফায়ারে ১৩ জন নিহত হয়েছেন। অবশিষ্ট ২৩ জন এই বাহিনীগুলোর হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে, গুলিতে বা অন্য কোনোভাবে নিহত হয়েছেন।
আসক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে নিজেদের প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ছয় মাসে ২৮০ জন নারী ধর্ষিত হয়েছেন। এদের মধ্যে ১৬ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৫ জন ধর্ষিতা আত্মহত্যা করেছেন। এছাড়া ৩৯ জন নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়।
এ বছরের প্রথম ছয় মাসে ১৮৫টি রাজনৈতিক সংঘর্ষ নথিবদ্ধ করেছে আসক। এসব ঘটনায় ৩৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ২৫৭০ জন। এছাড়া গণপিটুনিতে মারা গেছেন ২২ জন। ৫৩ জন সাংবাদিক নির্যাতন, হয়রানি, হুমকি ও পেশাগত দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হয়েছেন।