জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের নবীনবরণ ও ঈদ পূনর্মিলনী
১ min readনিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে ০৬.০৭.২০১৭ ইং রোজ বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল-টি কলেজ ক্যাম্পাসে প্রদক্ষিণ করে,জগন্নাথপুর ডিগ্রি কলেজের সংগ্রামী কর্মী বান্ধব মেধাবী ছাত্রদল নেতা ফোজায়েল আহমেদ সাজুর সভাপতিত্বে ছাত্রদল নেতা জাবির আহমেদ চৌঃ ও কাশেম আহমেদের যৌথ পরিচালনায় কেশবপুর বাজারে এক ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান আয়োজন হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর ছাত্রদল নেতা তানজিরুল হক ইবন ও সিনিয়র কলেজ ছাত্রদল নেতাবাচ্চু আহমেদ রবিন।কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার ইমন দুলু, জিয়া উদ্দিন, মুন্না, রেদোয়ান হাদি,সৈয়দ ইমন,শেখ আলী,রুহুল আমিন,হুসায়িন আকমল,শরিফ,আবু বক্কর,হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা আলী হোসেন, রিয়াজুল, সোহাগ আহমেদ, লুৎফুর রহমান, শাহিন মিয়া, তারেক, রনি, রাকিব, তুফায়েল, জাহেদ, সুজায়েল, আলমগীর, জাহাঈীর,খলিলুর রহমান, রাহল বৈদ্য, আমিন, রিমন মিয়া, ফেরদৌস আহমেদ, নাঈম, রাসেল, আবুল হাসনাত, আব্দুল আমিন ও হাবিব প্রমুখ।