জগন্নাথপুরে কেশবপুর বাজার তদারক নির্বাচন সম্পন্ন, সাধারণ সম্পাদক সানাফর আলী ও সহ সাধারণ আব্দুল হেকিম নির্বাচিত
১ min readজাবির চৌধুরী :সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বাজার তদারক কমিটির নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়- বুধবার অনুষ্ঠিত নির্বাচনকে সামনে রেখে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় নির্বাচন সম্পন্ন হয়। সর্বমোট ১৪০ ভোটের মধ্যে সকল ভোটও প্রদান করেন ভোটারবৃন্দ। শতভাগ ১৪০টি ভোটের মধ্যে বিপুল ভোটে জয়ী হয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ছানাফর আলী। তিনি ফুটবল প্রতীকে ৯৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী বর্তমান সেক্রেটারি আরজাদ খাঁন আনারস প্রতীকে পেয়েছেন মাত্র ৪৫ ভোট। একই নির্বাচনে সহ-সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন জুনায়েদ আহমদ আব্দুল হেকিম। তিনি ছাতা প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট। আর যথাক্রমে মনির হোসেন মুন্না ঘড়ি প্রতীক ৩০ভোট ও আনোয়ার হোসেন আনু মাছ প্রতীকে পেয়েছেন ২৩ ভোট। এসব তথ্য নিশ্চিত করে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা জগন্নাথপুর পৌরসভার কর নির্ধারক এলাইছ মিয়া বলেন, সুষ্ঠুভাবে সকলের সহযোগীতায় নির্বাচন সম্পন্ন করা হয়েছে। তিনি সকলের প্রতি ধন্যবাদ জানান।