বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মজনু মিয়ার পিতার মৃত্যুতে শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি :যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি,বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মজনু সাবেরের পিতা মোঃ আব্দুস সুবান সাহেব উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি…………রা’জিয়ুন।
উনার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা । মহান আল্লাহ্ পাক যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন।
এক শোক বার্তায় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজাতুর রাজা, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন ।
নেতৃবৃন্দ শোক বার্তায় বলেন আব্দুস সুবান ছিলেন একজন প্রকৃত সমাজ হিতৈষী, পরোপকারী, ধর্মপ্রাণ ও সাদা মনের মানুষ।মহান রাব্বুল আলামিন আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য মুত্যুকালে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ,উনার বয়স আনুমানিক ৮০ বছর হবে।