যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের ঈদ পুনর্মিলনী
১ min read
আজিম উদ্দিন লন্ডন থেকে :পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে গত সোমবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের ব্রিকলেন সোনারগাঁও রেঁস্তোরায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল কর্তৃক একটি জাঁকজমক পূর্ণ ঈদ পুণর্মিলনী অনুষ্টিত হয়, মেসবাহ বি এস চৌধুরীর সভাপতিত্বে এবং যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সফল সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বি এন পির কর্ণধার জনাব কয়সর এম আহমেদ , সভায় স্বেচ্চাসেবক দল নেতৃবৃন্দ ছাড়া ও যুক্তরাজ্য বি এন পি , যুবদল ,ছাত্রদল , জাসাস নেতৃবৃন্দ উপস্থিথ ছিলেন, অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন যুক্তরাজ্য বি এন পির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ চৌধুরী,মজিবুর রহমান মুজিব , ১ম যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মামুন , মেজবাহু জামান সোহেল, সাদিক মিয়া
মহানগর বি এন পি প্রেসিডেন্ট তাজুল ইসলাম, মহানগর সহ সভাপতি আব্দুররব ভাই , শেখ তপু ,হ্যাভেন খাঁন , নাসের শেখ , সরফ রাজ সরফূ, শাহ’ মোঃ ইব্রাহিম মিয়া , আফজাল হোসেন , ওলিউর রহমান ফাহিম , মাওলানা শামীম, সেন্ট্রাল যুবদল নেতা তৌকির আহমেদ , শেখ সাদেক , আবু সায়ীদ শাকিল,,নুরুল আমিন সজল
সহ-সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান,
লাকি আহমেদ , আব্দু রউফ কাব্য ,নাজিফ ইকবাল , রানা মোকাদ্দেছ , হেলাল আহমেদ , সাউথওল সেচ্ছাসেবক নেতা ইমতিয়াজ আহমেদ , রুহুল আমিন , অবশেষে রাতের খাবারের পুর্বে দেশ ও মুসলিম উম্মার জন্যে দোয়া কামনা করে মোনাজাত করেন ইস্ট লন্ডন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন সজল !