জগন্নাথপুর উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী আতাউর রহমান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান বেসরকারী ভাবে২৯৯১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতিকে জনাব আলহাজ আকমল হোসেন পেয়েছেন ২৫১৯৮ ভোট । আনারস প্রতিক নিয়ে জনাব মোক্তাদির আহমদ মুক্তা পেয়েছেন ১৩৬১৫ ভোট । ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিজন কুমার দেব নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২০২৪২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নিকটতম প্রাথী বিএনপি মনোনীত প্রার্থী সুহেল আহমদ খান টুনু পেয়েছেন ১৫৩৩৮ ভোট।খেজুর গাছ প্রতিকে অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ সালিম আহমদ পেয়েছেন ১৪৭৫০ ভোট । তালা প্রতিকে জনাব কামাল আহমদ পেয়েছেন ১১৬৭০ ভোট । টিউবওয়েল প্রতিকে জনাব মইনুল পেয়েছেন ৪৯৯৫ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান পদে ধানের শীষ প্রতিকের ফারজানা আখতার ২৮১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । নৌকা প্রতিকে জনাব হাজেরা বারী পেয়েছেন ২৩৮২৯ ভোট । ফুটবল প্রতিকে জনাব সুফিয়া বেগম পেয়েছেন ১৬২৪৩ ভোট । । ৪৩% ভোট কাষ্ট হয়েছে ।