সিলেট বিভাগীয় স্পোর্টস এন্ড এসোসিয়েশন মিলান ইতালির পরিচিতি সভা অনুষ্টিত
১ min read
sdr
বিশেষ প্রতিবেদক::
সিলেট বিভাগীয় স্পোর্টস ক্লাব এন্ড এসোসিয়েশন, মিলান ইতালিতে আগামী ২ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকারী কমিটি আনুষ্ঠানিকভাবে গত কাল রবিবার গঠন করা হয় স্থানীয় একটি রেস্টুরেন্টে ।
উক্ত অনুষ্ঠানে সিলেট বিভাগীয় স্পোর্টস ক্লাব এন্ড এসোসিয়েশন এর নির্বাচিত সভাপতি অলিউর রহমান এর সভাপতিত্বে নির্বাচিত সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন অপু এর পরিচালনায় এবং সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসানের ক্বেরাত পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান বাংলা প্রেস ক্লাব এর সভাপতি সাংবাদিক এ.রোহল,ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, মিলান এন টিভি’ র সাংবাদিক পলি আক্তার, কমরেড হোসেন ঢাকা টাইমস এর রিপোর্টার, ইমাম আহমদ,সাহিন মিয়া,সোয়েব আহমেদ , প্রফেসর রফিক মিয়া,আশিক মিয়া,আব্দাল মিয়া,মাহবুব কামাল, জিয়াউর রহমান ,মুসত্তাকিন মিয়া,সুজন চৌঃ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর উপদেষ্টা জনাব রুহিন আহমেদ, সালাউদ্দিন রিপন, রাহুল আহমদ, মাহবুব জানান,ইব্রাহীম আহমেদ প্রমুখ। উপদেষ্টা মন্ডলীরা বক্তব্যে বলেন সিলেট বিভাগীয় এসোসিয়েশন তাদের সংগঠনের সুনাম ও ঐতিহ্য অব্যাহত রাখবে। খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতি , কর্মসংস্থান, নিরাপত্তা ব্যবস্থা, পরিস্কার পরিচ্ছনতা, গরীব দু:খী মানুষের সেবায় এসোসিয়শন নিরবিচ্ছিনভাবে কাজ করবে ।
সকল প্রকার সার্বিক উন্নয়নে এ সংগঠনটি আন্তরিকতার সহিত কাজ করে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এসোসিয়েশন এর সভাপতির বক্তব্যে বলেন, এ সংগঠনের ইতিহাস ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে আমরা কাজ করে যাব। সংগঠনের কার্যক্রম আরো তরান্বিত করতে নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশন এর সাংগঠিনক সম্পাদক আব্দুল কাহার রায়হান,সহ সাংগঠনিক সম্পাদক শহিদ আলী,সহ সভাপতি সাজিদুর রহমান, প্রচার সম্পাদক ইমরান আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক সৈয়দ আব্দুস সোবহান।