ছাতকে হত্যা মামলার দু’ আসামি গ্রেফতার
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::ছাতকে হত্যা মামলায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬সেপ্টেম্বর) রাতে সিলেট শহরের কুশিঘাট এলাকা থেকে এদেরকে আটক করা হয়। এরা হলো, কুশিঘাট মহল্লার মৃত আব্দুর রহিমের পুত্র ছানা আহমদ (৩০) ও নূর উদ্দিনের পুত্র আব্দুল মজিদ পাপ্পু (২৮)। মঙ্গলবার দুপুরে আটককৃতদের সুনামগ জেল হাতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, গত ১৩সেপ্টেম্বর ছাতক শহরের চাঁদনীঘাট এলকায় সুরমা নদীতে বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে এদু’জনকে আটক করা হয়। পুলিশ আটকের সত্যতা স্বীকার করেছে।
নিজে পড়ুন এবং শেয়ার করে অন্য কে পড়ার সুযোগ দিন ।