জগন্নাথপুরে ২ নং পাটলি ইউনিয়ন ছাত্রদলের উদ্দ্যোগে আলোচনা সভা সম্পন্ন
১ min readবিশেষ প্রতিনিধি কাশেম আহমদঃ-সুনামগঞ্জের জগন্নাথপুরে ২.নং পাটলী ইউনিয়ন ছাত্রদলের উদ্দ্যোগে আলোচনা সভা সম্পন্ন হয়েছে,স্থানীয় রসুলগঞ্জ বাজারে ০৫ অক্টোবর ২০১৭ ইংরেজি বিকাল ৪ ঘটিকায়।
অনুষ্ঠিত আলোচনা সভায়,পাটলী ইউনিয়ন বি এন পি’র সভাপতি শফিকুর রহমান’র সভাপতিত্বে,জাকারিয়া হোসেন ও কয়েসনুর এর যৌথ পরিচালনায়, বক্তব্য রাখেন ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক আব্দুল নুর,সাংগঠনিক সম্পাদক শিপন আহমেদ,৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ডাঃ ইলিয়াস মিয়া,পাটলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাসেল বক্স,ছাত্রদল নেতা কবির আহমদ,কয়েস আহমদ,পারভেজ আহমদ,রুহুল আমীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বি এন পি নেতা কিম্মত আলী,যুবদলের সহ-সভাপতি সুলেমান আলী,সাংগঠনিক সম্পাদক আতিকুন নুর,সহ-সাংগঠনিক মাহবুব আহমদ,হারুন মিয়া,যুবদল নেতা টিটু বক্স,ছাত্রদল নেতা জয়নুল আহমদ, শাহেদ রানা,আলী আমজাদ,লাহিন আহমদ, শিপন মিয়া,আলী আকবর,হাসান আহমদ, জাবের আহমদ,সুয়েব আহমদ,রাহিম আলী, রাজ আহমদ,আব্দুল মুকিত,ছবির মিয়া, ছাদিকুর মিয়া,সুয়েল আহমদ,নুর আলামিন, ইব্রাহিম আলী,আমিনুর রহমান,তাবেল মিয়া,ইসলাম উদ্দিন,ইসহাক আহমদ,রাহেল আহমদ,আবদাল মিয়া,ছালেহ আহমদ, আব্দুস ছালাম,শিজিল আহমদ,আশরাফুর রহমান,রুবেল মিয়া প্রমুখ।