ছাতকে উত্তরাধিকার সনদ নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আলোচনায়
১ min readচান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):ছাতকে উত্তরাধিকারি সনদ নিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে। ভূমি নামজারির ক্ষেত্রে অবৈধভাবে নেয়া ৬টি উত্তরাধিকারি সনদে সাবেক চেয়ারম্যান মুর্শেদ আহমদ চৌধুরী সীল-স্বার রয়েছে। ইতোমধ্যেই তার স্বারিত ৬টি উত্তরাধিকারি সনদ সাধারন লোকজনের কাছে কাছে ধরা পড়েছে। এর মধ্যে বিভিন্ন নামে চলতি বছরের ফেব্র“য়ারি মাসে একটি ও সেপ্টেম্বর মাসে আরো ৫টি উত্তরাধিকারি সনদে সাবেক চেয়ারম্যানের সীল-স্বার রয়েছে। এঘটনায় সিংচাপইড় ইউপির সাবেক চেয়ারম্যান মোর্শেদ আহমদ চৌধুরীকে নিয়ে ইউনিয়ন জুড়ে আলোচনা-সমালোচনা চলছে। খোঁজ নিয়ে জানা যায়, সিংচাপইড় ইউপির সাবেক চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেননি। এ ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু মোর্শেদ চৌধুরী বর্তমান চেয়ারম্যান না হওয়ার পরও কয়েকটি উত্তরাধিকারি সনদে রয়েছে তার সীল-স্বার। এসব সনদে ভূমি নামজারি কাজে ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। চলতি বছরে সিংচাপইড় গ্রামের মৃত তমিজ উল্লাহর পুত্র হিম্মত উল্লাহর ৬ উত্তরাধিকারি, মৃত শেখ আব্দুলের পুত্র ইরফান উল্লাহর ২জন উত্তরাধিকারি, মৃত হাজি শেখ কঠাই মিয়ার পুত্র ইমাম বক্সের ২জন উত্তরাধিকারি, মৃত আব্দুর রহমানের স্ত্রী শোভা বিবির ৬জন উত্তরাধিকারি, মৃত মফিজ উল্লাহর পুত্র মকরম উল্লাহর ৩জন উত্তরাধিকারি, মৃত হিম্মত উল্লাহর পুত্র ইছাক আলীর ৫জন উত্তরাধিকারিকে চেয়ারম্যান হিসেবে মোর্শেদ চৌধূরী সনদ প্রদান করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী জানান, তার মেয়াদ শেষে তিনি কোন উত্তরাধিকার সনদে স্বার করেননি। কোন একটি অসাধুচক্র তাকে হেয় করার জন্য সীল-স্বার জাল করে সনদ সৃষ্টি করতে পারে। সহকারি কমিশনার (ভুমি) সাবিনা ইয়াসমিন জানান, ভূমি নামজারীর আবেদনে সিংচাপইড় ইউনিয়নের ৬টি উত্তরাধিকারি সনদে সাবেক চেয়ারম্যানের সীল-স্বার থাকায় আবেদনগুলো তাৎনিক বাতিল করা হয়। একই সাথে আবেদনকারি লোকজনকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। ##