রাস্তা বন্ধ করায় ছাতকে ৮টি পরিবারের দূর্ভোগ
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):ছাতকে ৮টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করায় তারা চরম দূর্ভোগে পড়েছেন। এঘটনাটি ঘটেছে উপজেলা উত্তর খুরমা ইউপির মৈশাপুর গ্রামে।
জানা যায়, গ্রামের মৃত বাহরাম খানের পুত্র নিজাম উদ্দিন খানের সাথে মৃত তহসির খানের স্ত্রী শান্তিমালা বেগমের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এনিয়ে শান্তিমালা বাদি হয়ে নিজাম খানসহ অন্যান্যদের নামে মামলা দায়ের করে। এগুলো আদালতে বিচারাধিন রয়েছে। এদিকে নিজামের বাড়িতে জোরপূর্বক একটি গাছ কর্তন করার শান্তিমালার বিরুদ্ধে নিজাম খান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। উভয়ের মধ্যে পাল্টাপাল্টি মামলা নিস্পত্তির লক্ষ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়ের বিরোধ নিস্পত্তি না হওয়ায় দু’পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তর খুরমা ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, আবদুল মনাফ, শামছুল ইসলাম খান ও সাবেক মেম্বার মনাউল্লাহসহ একাধিক ব্যক্তি জানান, নির্ধারিত রাস্তায় চলাফেরা করতে না দেয়ায় সালিশ বৈঠকে শান্তিমালা বিরোধ নিস্পত্তি করতে দেয়নি। রাস্তায় চলাচলের বাঁধা দেয়ায় ৮টি পরিবারের শতাধিক লোকজন গৃহবন্দি অবস্থায় রয়েছে। তাদের ২০/২৫জন শিক্ষার্থীও স্কুল, কলেজ ও মাদরাসায় যেতে পারছেনা। এসব পরিবারের যাতায়াত বন্ধ করায় তারা চরম দূর্ভোগের মধ্যে পড়েছেন বলে এলাকাবাসি জানান। ##