ছাতকে গোসল করতে গিয়ে দু’চাচাতো বোনের মৃত্যু

চান মিয়া, ছাতক )সুনামগঞ্জ):ছাতকে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে এক সাথে দু’চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার রাতে উপজেলার ভাতগাঁও ইউপির শক্তিয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শক্তিয়ারগাঁও গ্রামের তাজ উদ্দিনের মেয়ে ফাহিমা বেগম (৬) ও টুনু মিয়ার কন্যা তাওহিদা খাতুন (৬) এক সাথে চলাফেরার সুবাদে প্রতিদিনের ন্যায় পাশের ডাউকি নদীতে গোসল করতে যায়। পরে দু’জন পানিতে তলিয়ে গেলে পুলিশ রাতে তাদের লাশ উদ্ধার করে। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এব্যাপারে থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে বলে জানান। ##