জগন্নাথপুরের পাটলীতে তারেক’র জন্মদিন পালিত
১ min readজগন্নাথপুর প্রতিনিধি :সুনামগঞ্জের জগন্নাথপুরের পাটলী ইউনিয়ন সেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় এ উপলক্ষে পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে আলোচনা সভা ও কেক কাটা হয়।
উপজেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোতাব্বির হোসেন রবিনের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদল নেতা মোত্তাকিন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা আবিবুল বারী আয়হান এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি নেতা গোলাম রব্বানী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা শামিনুর রহমান, আনছার আলী, রফিক মিয়া, রিপন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এম.এ শহীদ, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সহ-সভাপতি শাহীন মিয়া, সামসুনুর রহমান, সেচ্ছাসেবক দল নেতা সৈয়দ আনিছুর রহমান আনিছ প্রমূখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দল নেতা জাকির মিয়া, মামুন মিয়া, লাল, কমর আলী, শিপু, মহানগর ছাত্রদল নেতা আকিক চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা শেখ মহসিন, ইউনিয়ন ছাত্রদল নেতা খলিলুর রহমান, শিপন, সালমান, ফয়সল, মারজান, নুরুল আমিন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।