সড়ক দুর্ঘটনায় যুক্তরাজ্যের নর্থহামটনের বাসিন্দা ব্রিটিশ বাংলাদেশী যুবক মিজান নিহত

সড়ক দুর্ঘটনায় যুক্তরাজ্যের নর্থহামটনের বাসিন্দা ব্রিটিশ বাংলাদেশী যুবক মিজান নিহত । গত ৬ ই মার্চ সোমবার সকালে কাজে যাওয়ার জন্যে সে কভেন্টী র উদ্দেশ্যে রওনা হয়ে এম ৪৫ মটর ওয়েতে ডানসাস এলাকায় এলে তার গাড়ীটি দুর্ঘটনা কবলিত হয়, পরে যখন নিজের গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে যাবে ঠিক তখন অন্য একটি ভ্যান ধারা আঘাত প্রাপ্ত হয়ে দুর্ঘটনা স্থলেই সে মারা যায় । পুলিশের একজন মুখপাত্র জানান দুর্ঘটনার কারণ এখনও অজানা, তদন্ত চলছে । ২৫ বছরের মিজান হোসেন পেশায় একটি কোম্পানির অর্থনৈতিক উপদেষ্টা ছিল । উল্লেখ্য মিজান হোসেনে নর্থহামটন ডানিংটন বাসিন্দা তার দেশের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লোহার গাও তার বাবার নাম আমির হোসেন সে দুই ভাই দুই বোনের মধ্যে ছিল সবার ছোট ।
মিজানের বাবা আকবর হোসেন জানিয়েছেন আজ বুধবার বাদ জোহর নর্থহামটনের আল জামাতুল মুসলিমিন বাংলাদেশী জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে । জানাজার পরে নর্থহামটনের টুইষ্টার রোডের কবর স্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হবে ।