ছাতকে আলীগঞ্জ সংস্থার রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::ছাতকে ভাতগাঁও ইউনিয়নের আলীগঞ্জ ইসলামি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শুক্রবার ২৪নভেম্বর কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবিরে ত্রান সামগ্রি বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি উবায়দুল হক শাহিনের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নূরুল ইসলাম পাকি, শাহ অলিউর রহমান, আবুল কালাম, ছত্রনো জাকির হোসাইন, দেলোয়ার হোসেন খান, এমদাদুর রহমান সাদিক, কক্সবাজারের স্থানীয় শ্রমিক নেতা আবু হানিফা মো. নুমান, ছাত্র নেতা আব্দুর রহিম, নজির হোসেন, শ্রমিক নতা আব্দুল করিম, রাসেল আহমদ। সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা প্রায় সহ¯্রাধিক পরিবারে চাল, ডাল পেয়াজ, তেল, লবন, খাবার সেলাইন, শিশুদের শীতবস্ত্র, বিস্কুট, শিশু খাবার, ফিডার, দুধ, মশারি, কম্বল, মহিলদের জন্যে কাপড়, দু’টি টিবওয়েল স্থাপন, মসজিদে নগ অর্থ সহায়তাসহ অন্যান্য ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।