ছাতকে গাড়ি চোর সিন্ডিকেট চক্রের সদস্য আঙ্গুর মিয়াকে চোরাই সিএনজিসহ পুলিশ গ্রেফতার করেছে
চান মিয়া, ছাতক : ছাতকে গাড়ি চোর সিন্ডিকেট চক্রের অন্যতম সদস্য আঙ্গুর মিয়া (২২) কে একটি চোরাই সিএনজিসহ পুলিশ গ্রেফতার করেছে। সে ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রামের ওয়াছির আলীর পুত্র। শনিবার ২৫.১১.২০১৭ ইং রাতে এসআই নিজাম উদ্দিন শহরের তাহির প্লাজার সামন থেকে তাকে গ্রেফতার করেন। ছাতকে সম্প্রতি বেশ কয়েকটি সিএনজি চুরি ও ছিনতাইর ঘটনা ঘটেছে। একাধিক মোটর সাইকেল ও চুরি হয়েছে। একটি গাড়ি চোর সিন্ডিকেট এসব ঘটনার সাথে জড়িত রয়েছে বলে পুলিশের ধারণা। গাড়ি চুরির মামলায় চলতি নভেম্বর মাসে আরো ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে রয়েছে আন্ধারীগাঁও গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র জালাল উদ্দিন ও একই গ্রামের মৃত সাইফুর রহমানের পুত্র আব্দুল ওজুদ। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে আটক জালাল উদ্দিন ও তাজির আলীকে রিমান্ডে এনে তাদেও স্বীকারোক্তি অনুযায়ি আঙ্গুর মিয়াকে গ্রেফতার ও তার জিম্মায় থাকা চোরাই সিএনজি উদ্ধার করা হয়। এসআই সফিকুল ইসলাম জানান, চোর সিন্ডিকেটের কাছ থেকে দু’টি সিএনজি ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। ##