সুনামগঞ্জের ধর্মপাশায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে খুন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন এক প্রভাষক।
তার নাম আবু তুহিন জুয়েল (৪০)। তিনি উপজেলার কাশীয়ানি গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুরে খুনের ঘটনাটি ঘটে। তুহিন জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে তুহিন ও তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাকের মধ্যে বিরোধ চলছিল। এরজের ধরে শুক্রবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তুহিনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন রাজ্জাক।
এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরধরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খুনীদের গ্রেফতারের চেষ্টা চলছে।