জগন্নাথপুরের জাহিদ ঢাকাস্থ জালালাবাদ মেডিকেল ছাত্রকল্যান সমিতির সভাপতি মনোনীত
১ min readনিউজ ডেস্ক :ঢাকাস্থ সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো নিয়ে গঠিত জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেধাবী ছাত্র সুনামগঞ্জের জগন্নাথপুরের পৌর শহরের লুদুরপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল জাহিদ। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্যের দায়িত্বও পালন করে আসছেন।
গত সোমবার (১ জানুয়ারী) রাতে তাঁর কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মেধাবী ছাত্র ও ছাত্রলীগ নেতা পার্থ সারথী দাসকে নির্বাচিত করে ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সিনিয়র সহ সভাপতি স্যার সলিমুল্লাহ মেডিকেলের ছাত্র দিব্যেন্দু রায় রাজীব, সহ-সভাপতি রেজাউল কবির ফাহিদ (সোহরাওয়ার্দী মেডিকেল), সেলিয়া চৌধুরী (ঢাকা মেডিকেল), ফাত্তাহ সায়েম (ঢাকা মেডিকেল), আলিনা হক আলিনী (ঢাকা মেডিকেল), মোকান্তিম হোসাইন মিদ্দিন (সলিমুল্লাহ মেডিকেল), যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান (ঢাকা মেডিকেল), অনুপ তালুকদার (সলিমুল্লাহ মেডিকেল), তাহমিদ জাহিন (সোহরাওয়ার্দী মেডিকেল), আবু সাইদ মোহাম্মদ জামিল (ঢাকা মেডিকেল), সাংগঠনিক সম্পাদক হয়েছেন, শাহ আহমেদ নুসায়ের (মুগদা মেডিকেল), অনির্বান দেব ( ঢাকা মেডিকেল), রায়হান আরাফাত ( সলিমুল্লাহ মেডিকেল), সৌমিক ভট্টাচার্য (সোহরাওয়ার্দী মেডিকেল), প্রচার সম্পাদক মো. সাইফ রহমান খান (ঢাকা মেডিকেল), দপ্তর সম্পাদক মো. ফাইজুর রহমান (সোহরাওয়ার্দী মেডিকেল), অর্থ সম্পাদক শুভ্র দাস (সোহরাওয়ার্দি মেডিকেল), ছাত্রী বিষয়ক সম্পাদক রোহিত্য আচার্য্য (সলিমুল্লাহ মেডিকেল), সাহিত্য বিষয়ক সম্পাদক আকাশ নুনিয়া ( ঢাকা মেডিকেল), সাংস্কৃতিক সম্পাদক সোনালি রায় (সোহরাওয়ার্দী মেডিকেল)।