ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
১ min read
নতুন আলো নিউজ ডেস্ক : ফেনী থেকে সোনাপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ৭ জন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এদিকে দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ফেনী-নোয়াখালী সড়কে আমিনগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, বাসের চালক মো. হানিফ (৬৩) ও যাত্রী ভোলার আবুল কালাম (৪০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফেনী-লক্ষ্মীপুর-রায়পুর সড়কের আমিরগাঁওয়ে সন্ধ্যা ছয়টার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে তিনজন ঘটনাস্থলে নিহত হন। আহত হন অন্তত ২০ জন। খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথে দুজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন। দাগনভূঞার ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপর বাস থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।