নর্থ ওয়েস্ট সলিসিটরস এর শুভ উদ্ভোধন
প্রেস বিজ্ঞপ্তি :নর্থ ওয়েস্ট সলিসিটরস এর শুভ উদ্ভোদন উপলক্ষে এ জাকজমক অনুষ্টান গত ৬ই জানুয়ারী ম্যানচেষ্টারের লংসাইট স্টকপোর্ট এলাকায় তাদের নিজস্য কার্যালয়ে অনুষ্টিত হয়। নর্থ ওয়েস্ট সলিসিটরস প্রতিষ্টানটি ফিতা কেটে উদ্ভোধন করেন স্থানীয় এমপি আফজাল খান। বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল্লামা শাহজাহান মাদানী ।
প্রিন্সিপাল সলিসিটির ফাহিম গহরের সভাপতিত্বে ও আইনজীবি মোশতাক আহমেদ মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এম.পি আফজাল খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর লুৎফর রহমান, কাউন্সিলর আবেদ হাসান, হারুন আফজাল, সৈয়দ ময়নুল হক, শাহাদাত খান, সায়েক ইসলাম, হারুন আফজাল খাতানা, আব্দুল বাসিত শাহ, পারভেজ মাসনানী, সোহেল তারিন খান, কনধ জামাল, মির্জা ইরফান বেগ, আদিল খান প্রমুখ।
নর্থ ওয়েস্ট সলিসিটরসের আইনজীবিগণ দীর্ঘ দিনের অভিজ্ঞতা নিয়ে কমিউনিটির সেবা প্রদানের লক্ষে ইমিগ্রেশন, পার্সনাল ইনজুরি, ফ্যামেলী ও সিভিল লিটিগেশন বিষয়ে আইনি পরামর্শ ও সাহায্য প্রদানের আশাবাদ ব্যক্ত করে সকলের আন্তরীক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সংবাদ বিজ্ঞপ্তি