কমিউনিটি নেতা সৈয়দ ছরকুম ইসলাম কে সংবর্ধনা
রচডেল প্রতিনিধি:রচডেল বাংলাদেশ এসোসিয়েশন এন্ড কমিউনিটি প্রজেক্ট এর বোর্ড অফ ডাইরেকটর ও রচডেল বি এন পি নেতা সৈয়দ ছরকুম ইসলাম বাংলাদেশ গমন উপলক্ষে এক বিদায় সভা অনুষ্টিত হয় গত বৃহস্পতিবার রাত ১ঘটিকার সময় রচডেল বাংলাদেশ কমিউনিটি প্রজেক্টে । রচডেল বি এন পির সাবেক সহসভাপতি আশরাফ আহমদের সভাপতিত্বে ও রচডেল বি এন পির সাবেক সিনিয়র যুগ্নআহবায়ক সৈয়দ মিজানের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বি এন পি র সাবেক সহসাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, রচডেল যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সদরুল ইসলাম (তাজ) আজিজুর রহমান আজিজ, মহি উদ্দিন খাঁন ,আব্দুল আজিজ যায়েদ,আবুল হাসানাত, সিরাজুল ইসলাম, ইসলাম উদ্দিন,যুবনেতা সেলিম উদ্দিন .জাকির আহমদ ও সুলতান উল্লাহ সুমন সহ আর অনেকেই । সভায় সবাই সৈয়দ ছরকুম ইসলামের বংলাদেশ যাত্রা শুভ হউক এবং তিনি সুস্থ ভাবে আমাদের মাঝে ফিরে আসবেন এই কামনা করা হয় । এবং সংবর্ধিত অতিথি সবাই কে বলেন তিনি যেন সুস্থ ভাবে আবার সবার মাঝে ফিরে আসতে পারেন দোয়া করার জন্য বলেন করার জন্য বলেন । সভায় দেশনেত্রীর সুসাস্থ ও দীর্ঘ আয়ু কামনা করে দোয়া করা হয় ।