ছাতকে যুক্তরাজ্য শুভগমন উপলক্ষে বিএনসিসির দু’এক্স ক্যাডেটের সংবর্ধিত

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::ছাতকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) দুই এক্স ক্যাডেটের যুক্তরাষ্ট্র শুভাগমন উপলে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এক্স ক্যাডেট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শনিবার ১৬ফেব্রুয়ারি এ সংবর্ধনার আয়োজন করা হয়। শহরের রহমতবাগ এলাকায় আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হোসেন আহমদ। সংগঠনের সাধারন সম্পাদক তানভির হাসান ফাম্মির পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, সিসিএফ উচ্চ বিদ্যালয় বিএনসিসি ইউনিটের এক্স ক্যাডেট ও দৈনিক সমকালের ছাতক প্রতিনিধি শাহ্ মো. আখতারুজ্জামান, সিইউও সঞ্জিত ঋষি, সাফাতুর রহমান চৌধুরী, সায়েক আহমদ, বদরুদ্দোজা সাফি, ছালিকুর রহমান। স্বগত বক্তব্য রাখেন, সিইউও রফিকুল ইসলাম সাঈদ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, এক্স ক্যাডেট লায়েক মিয়া। অনুষ্টানে সংবর্ধিত অতিথি এক্স সিইউও নাজমুল হুদা রাফি ও তানজিবুল হাসান আদনানকে আমেরিকায় যাত্রা উপলে সংগঠনের প থেকে ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। এসময় অনুষ্টানে ফয়জুল ইসলাম ফজল, মো. ঈসরাইল, এক্স ক্যাডেট আব্দুল মোমিন, পাভেল, মুরসালিন, এমরানসহ বিদায়ী এক্স ক্যাডেটদের সহপার্টিরাও উপস্থিত ছিলেন। ##