ছাতকে শাহ আব্দুলাহর (রঃ) ঈসালে ছওয়াব মাহফিল
১ min read
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::ছাতকে আন্ধারীগাঁও শাহ আব্দুলাহ (রঃ) এর ২৫তম ঈসালে ছওয়াব মাহফিল দিল জালালী খাদেম শাহ চেরাগ আলী মাঠে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ফেব্রুয়ারি) রাত ঈসালে ছওয়াব মাহফিল উপলে খতমে ক্বোরআন, জিকির ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন, মাওলানা সালেহ উদ্দিন তুর্কি আল কাদরী, খাজা মাহবুবুর রহমান জগতপুরী, সৈয়দ মুফাচ্ছির আহমদ আল- কাদরী হবিগঞ্জ, মাওলানা মরতুজ আলী আমানতপূরী ও মুফতি ফয়জুর রহমান কবির খান্দানী, মাওলানা আনোয়ার হোসেন জালালী, মাওলানা কবির আহমদ প্রমূখ। মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা ফারুক আহমদ বাগেরখলা ও উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সালেহ উদ্দিন তুর্কি আল কাদরী বলেছেন, ক্বোরআনকে জীবনের সর্বেেত্র বাস্তবায়ন করলে দুনিয়া ও আখেরাতে মুক্তি পাওয়া যায়। একত্রে সকলকে ক্বোরআনের নির্দেশিত পথে জীবন পরিচালনা করতে হবে। তিনি বলেন, ইসলাম একামাত্র শান্তির ধর্ম। এধর্মে ওলী-আউলিয়াদের গুরুত্ব অপরিসীম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা লুৎফুর রহমান, আব্দুর রব (সিদ্দিকুর রহমান), চান মিয়া লন্ডনী, মাষ্টার ইমতিয়াজ আলী, তাজুল ইসলাম, মাষ্টার গোলাম হোসেন, কামাল উদ্দিন প্রমূখ। মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন গদিনসীন দিল জালালী শাহ চেরাগ আলী। মাহফিল পরিচালনায় ছিলেন, আব্দুস সালাম ও নিজাম উদ্দিন। ##