জিএসপি’র প্রয়োজন নেই – বানিজ্য মন্ত্রী

নতুন আলো নিউজ ডেস্ক :বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কিয়ামত পর্যন্ত সব শর্ত পূরণ করে গেলেও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে না। আমরা এ সুবিধা চাইও না। তিনি বলেন, অচিরেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত
হতে যাচ্ছে। এ অবস্থায় জিএসপি সুবিধার প্রয়োজন নেই। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচই হাইরোয়াসু ইজুমির সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অল্প পণ্যে জিএসপি সুবিধা দিত। তাই আমরা নতুন করে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা চাইব না। মার্কিনীদের সমালোচনা করে তোফায়েল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করছে না। এ কারণে ডব্লিউটিও আজ অকার্যকর হতে চলেছে। বাণিজ্যমন্ত্রী জানান, উন্নয়নশীল দেশ হওয়ার পর ইউরোপিয়ান ইউনিয়নসহ বিভিন্ন দেশ আমাদের জিএসপি প্লাস দেবে। এ বিষয়ে সেসব দেশের সঙ্গে আলোচনা চলছে। তিনি আরো বলেন, জাপান বাংলাদেশকে অস্ত্র ও হ্যান্ড গ্লাভস ছাড়া সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়। দেশটির সঙ্গে আমাদের বাণিজ্য উত্তরোত্তর বাড়ছে। তিনি আশা প্রকাশ করেন, অল্পদিনের মধ্যেই জাপানেও ২ বিলিয়ন ডলার রপ্তানি করবে বাংলাদেশ।