নরসিংদীর পলাশে ক্রীড়া প্রতিযোগিতা
১ min read
নতুন আলো নিউজ ২৪.কম:দেশে প্রথমবারের মতো যুবলীগের উদ্যোগে নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হয়ে গেল যুব ক্রীড়া প্রতিযোগিতা। পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেনের সভাপতিত্বে শনিবার সকালে পলাশ সমবায় আদর্শ বিদ্যা নিকেতন মাঠে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক। পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষারের সঞ্চালনায় এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৭টি ইভেন্টে ২ শতাধিক যুবলীগ নেতা-কর্মী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ।