খালেদা জিয়া সম্পূর্ন নিরাপরাধ– ড: কামাল হোসেন
খালেদা জিয়া সম্পূর্ন নিরাপরাধ আমি রায় পড়েছি বিচারকের জ্ঞানের বড়ই অভাব। আর না হয় কারো ফরমাসি রায় বাস্তবায়ন করেছেন।কেনো না মামলায় প্রথম ইনভেস্টিগেশনে খালেদা জিয়ার নামই ছিল না। আর কুয়েতের আমির যখন খালেদা জিয়াকে টাষ্টের এতিম খানা গঠনের জন্য টাকা দেন তখনও বেগম জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেননি।
আর কুয়েতের আমির জিয়াউর রহমানের বন্ধু হিসেবে টাকাটা দিয়েছেন জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে ।যা সম্পৃর্ন ব্যক্তিগত লেনদেন।
এখানে মামলা করলে করবেন কুয়েতের আমির সরকার বা দুদুক নয়।
আর যেখানে ফান্ডের কোন টাকা
তছরুপ হয় নাই তাহলেতো অন্যায় অপরাধের প্রশ্নই আসেনা।
ট্রাষ্টের নামে জায়গা ও কেনা হয়েছে।
বাকি টাকা ট্রাষ্টের নামে ব্যংকে এফ ডি আর করা আছে। আবার সেই দুই কোটি টাকা বেড়ে এখন ছয় কোটি টাকা হয়েছে। একটা টাকাও খরচ করা হয়নি।এখানে খালেদার জিয়ার দোষ কোথায়?