জাফর ইকবালকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে- ছাতকে গোবিন্দগঞ্জ কলেজে মানববন্ধন

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::ছাতকে বিশিষ্ট শিাবিদ, গবেষক ও শাহাজালাল বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৫ফেব্রুয়ারি কলেজের সামনে মানববন্ধনে কলেজের শিক, কর্মচারিও শিার্থীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্য সুজাত আলী রফিক, সহকারি অধ্যাপক জান্নাত আরা খান, রমেন্দু বিকাশ দে, সুধাংসু চন্দ, রতিলাল রায়, রফিকুল ইসলাম, কৃপাসিন্দু দাস, নিখিল রঞ্জন দাস, আমিন উদ্দীন, তপন কুমার, সঞ্জিত নারায়ণ চৌধুরি, নজরুল ইসলাম, আবুল হাসনাত, মরিয়ম মুক্তা, সামিনা নবী, আয়াস উদ্দীন, অফিস সহকারি আব্দুস শহীদ, রাখাল বাবু প্রমূখ। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অধ্য সুজাত আলী রফিক, সহকারি অধ্যাপক জান্নাত আরা খান পান্না।##