জগন্নাথপুরে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
১ min read
নতুন আলো নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউয়িনের গড়গড়ি গ্রামের হাওরে থেকে ক্ষত-বিক্ষত এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, জগন্নাথপুরের পার্শ্ববর্তী বিশ্বনাথ উপজেলার বুকশাইল গ্রামের নিখিত মালাকারের পুত্র অটোরিক্সা চালক বিষু মালাকার (২৮) গত ২৮ ফেব্রুয়ারি অটোরিক্সাসহ নিখোঁজ হন।
নিখোঁজের ৩ দিন পর শুক্রবার বিকেলে উপজেলার মিরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামের হাওরে স্থানীয়রা ক্ষত-বিক্ষত লাশ দেখতে পেয়ে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহ বলেন, লাশের দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা হয়তো তাকে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
শেয়ার করুন