আশুলিয়া পোশাক কারখানায় ভয়াবহ আগুন

নতুন আলো নিউজ ডেস্ক :আশুলিয়ায় পাশাপাশি অবস্থিত ছোট পরিসরের ৪টি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়ার ডিইপিজেড, উত্তরা ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শুক্রবার বিকেল চারটার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় এসবি নীট ওয়ার গার্মেন্টস থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আশুলিয়ার জিরাবো এলাকায় এসবি নীট ওয়ার পোশাক কারখানায় প্রথমে আগুন লাগে। এ সময় আগুনের পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়লে এস এস লিমিটেড, এ প্লাস নিটিং ও ইউনিয়ন এক্সেসরিজ কারখানায় আগুন লাগে। পরে আশুলিয়ার ডিইপিজেড, উত্তরা ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে ৪টি কারখানার আগুন পার্শ্ববর্তী ফারুক হোসেন নামের এক ব্যক্তির শ্রমিক কলনিতে ছড়িয়ে পড়ে। এ সময় কলনির অন্তত ১৫টি কক্ষ পুড়ে যায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।