সিলেটের বিয়ানীবাজারে ট্রাকচাপায় চার যাত্রী নিহত
১ min read
সিলেটের বিয়ানীবাজারে ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের আলীনগর ইউনিয়নের টিকড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে তিনজন ঘটনাস্থলে ও একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মারা যান বলে জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা।
নিহতদের একজনের নাম সাব্বির ও আরেক জনের নাম দুলাল বলে জানান তিনি। অন্য দু’জনের নাম জানা যায়নি।
জানা গেছে, সিলেটমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। একজনকে গুরুতর আহতাবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে রাস্তায়ই তিনি মারা যান।