মিরপুরে মধ্যরাতে অভিযান ,গুলিতে পুলিশ ইন্সপেক্টর নিহত
১ min read
নতুন আলো নিউজ ডেস্ক :রাজধানীর মিরপুরের একটি বাড়িতে অভিযানের সময় পুলিশের এক ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে পাইকপাড়ার আলিমুদ্দিন স্কুল সংলগ্ন বাড়িটিতে অস্ত্র উদ্ধারে অভিযানের সময় গোলাগুলিতে ইন্সপেক্টর জাহাঙ্গীরের মাথায় গুলি লাগে।
স্কয়ার হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। এর আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটিতে অভিযান শুরু করে।
এ সময় ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীরের মাথায় গুলি লাগে। ঘটনাস্থল থেকে ৪-৫ জনকে আটক করা হয়েছে। এর আগে মিরপুর জোনের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা যুগান্তরকে বলেন, ‘গোয়েন্দা পুলিশের একটি টিম অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে।’ রাত ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়িটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছিল।