বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের বিরুদ্ধে চার্জশীট দাখিলে কুষ্টিয়া জেলা যুবদলের প্রতিবাদ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে কুমিল্লার চোদ্দগ্রামে মিথ্যা মামলায় চার্জশীট দাখিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা যুবদল। দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে বৃহস্পতীবার বিকালে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের আহবায়ক মিরাজুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
তিনি বলেন, মামলাবাজ সরকার তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য গোটা দেশকে এক কারাগারে পবিণত করেছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারে যিনি সমগ্র জাতির নেতৃত্ব দিচ্ছেন, তাকে একের পর এক হাস্যকর মামলা দিয়ে হয়রানি করছে এই সরকার। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে তাদের অবৈধ ক্ষমতা হারানোর আশঙ্কা করছে। তিনি বলেন, খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি