বাংলাদেশে পুরুষ নির্যাতন আইন চাই
১ min read
বাংলাদেশে পুরুষ নির্যাতন আইন চাই
অনলাইন ছবি,
মার্চ-১১-২০১৭
মাননীয় প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রীর দৃস্টি কমনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিলেট জকিগঞ্জের সভাপতি শিহাবুল হক পারভেজ বলেন, বর্তমানে দেশে যে ভাবে নারীদের হাতে পুরুষ নির্যাতিত হচ্ছে তাহা অকল্পনীয় ও বিশেষ করে আমাদের মুসলমানের জন্য লজ্জাজনক।
তাই নারী নির্যাতন আইনের পাশা-পাশি একই ধারায় পুরুষ নির্যাতন আইন থাকলে হয়ত আমাদের অনেকটা নির্যাতন বদলে সুখের আশা করতে পারবো।
তাই মাননীয় প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রীমহোদয় এই পুরুষ নির্যাতন আইন করা সময়োপযোগী একান্তভাবে প্রয়োজনীয়।
বন্ধুগণ আমি সকলের বিবেকের কাছে প্রশ্ন আমাদের সমাজে আসলেই কি পুরুষ নির্যাতন হচ্ছেনা…??
আমি জানি বেশি ভাগী পরিবারে নিরবে পুরুষ নির্যাতন হচ্ছে।
শুধু তাই নয় এই পুরুষ নির্ষাতন আইন না থাকার কারনেই বর্তমানে মহিলারা পরকীয়া প্রেমে লিপ্তপাদ হয়ে আছে,,
স্বামী-নারী নির্যাতন মামলার ভয়ে কিছুই বলতে পারছেনা।
এসব সমস্যা মধ্যে বিশেষ করে প্রবাসি পরিবারগুলোতে বেশি।
এধরনের পরকীয়া প্রেম ধ্বংস করে দিচ্ছে একটি সাজানো সংসার ও সুন্দর জীবন কে অন্ধকারে তলিয়ে দিচ্ছে এবং ধ্বংস করছে সারা জীবনের শ্বপ্ন….
আসুন আজ থেকে এই দাবী আদায়ের লক্ষে সকলকে এগিয়ে আসার আহবান করছি… সবাই শেয়ার করুন সকলের টাইম লাইনে লেখালেখি করার অনুরোধ…..।
লেখক : শিহাবুল হক