ইংল্যান্ডের রচডেলে শিশু নিপিড়নের অভিযোগে ধর্মীয় শিক্ষক অভিযুক্ত

রচডেল থেকে সৈয়দ মিজান :ইংল্যান্ডের রচডেলের এক সাবেক ধর্মীয় শিক্ষককে মসজিদের ভেতর শিশু নিপিড়নের অভিযোগে অভিযুক্ত করেছে আদালত। অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুল রউফ (৫১)। তার উপর ১০ ও ১২ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের কারনে দুইটি অভিযোগ আনা হয়। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে অজ্ঞাতনা শিশুদের উপর নির্যাতনের কারনে তার উপর আরো ১৯টি অভিযোগ আনা হয়েছে।
আগামী ২৫ এপ্রিল মি: রাউফ মিনশুল স্ট্রিট ক্রাউন কোর্টে হাজির হবেন। বিবিসি জানিয়েছে উক্ত অভিযোগগুলি বিগত কয়েক মাস আগে ঘটেছে।