বিএনপি নেতা দুদুর জামিন, মুক্তিতে বাধা নেই
১ min read
নতুন আলো নিউজ ডেস্ক :রাজধানীর রমনা থানায় দায়ের করা এক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান খান দুদুকে এক বছরের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এই জামিন আদেশের ফলে বিএনপি নেতা দুদুর মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মাদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে দুদুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন।
পরে অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন বলেন, শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার মুক্তি পেতে আর কোনো বাধা নেই।
গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীর রমনা থানায় শামসুজ্জামান খান দুদুসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলা করা হয়। এরপর গত ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে সেগুনবাগিচা থেকে বিএনপি নেতা দুদুকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।