গভীর রাতে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বাসায় ডিবি পুলিশের তল্লাশী

নতুন আলো নিউজ ডেস্ক : সাবেক ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ,সাবেক কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ বিএনপি নেতা ইলিয়াস আলীর ঢাকার বাসায় তল্লাশী চালিয়েছে ডিবি পুলিশ। উল্লেখ্য দীর্ঘ ৬ বছর যাবত নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাসায় এই রমজান মাসে হঠাত কি কারনে এই তল্লাশী চালিয়েছে তা নিয়ে চলছে ব্যাপক জলপনা কল্পনা। স্যোশাল মিডিয়া খবর হয়েছে রাত ৩টায় দরজা ভেঙ্গে প্রবেশ করেছে ডিবি পুলিশ । এ সময় তারা ব্যাপক তল্লাশী চালায়। এব্যাপারে লন্ডনে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই আসকির আলী জানান,কি কারনে ডিভি পুলিশ বাসায় প্রবেশ করেছে আমরা জানিনা । পুলিশ দীর্ঘক্ষন বাসায় তল্লাশী চালিয়ে কিছুক্ষন আগে বাসা ত্যাগ করেছে । এর আগে স্যোশাল মিডিয়া ফেইস বুকে বিএনপি নেতারা বিভিন্ন পোস্টের মাধ্যমে জানান , এই সময়ে গুম হওয়া ইলিয়াস_ভাইয়ের বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ, ইলিয়াস ভাইয়ের পত্নী লুনা ভাবি রতন ভাইকে ফোন দিয়ে বলেছেন ডিবি পুলিশ দরজা ভেঙে ভেতরে ডোকার চেষ্টা চালাচ্ছে।