ঋণের ব্যবহার তদারকির নির্দেশ
১ min read
আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঋণ বিতরণের সময় গ্রাহকের ঋণ গ্রহণের উদ্দেশ্য বিস্তারিতভাবে জেনে নিতে হবে। এরপর তদারকি না করলে ঋণের টাকা অন্যখাতে ব্যবহারে ঝুঁকি থাকে। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন্স অনুসরণ না করলে সঠিকভাবে ঋণের টাকা খরচের সম্ভাবনা কম থাকে। তাই এজন্য তদারকি বাড়াতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেয়াদী প্রকল্পে অনেক কিস্তি থাকে। পরবর্তী সময়ে কিস্তির টাকা দেওয়ার আগে পূর্ববর্তী কিস্তির টাকা সঠিকভাবে ব্যবহার হয়েছে কি না-তা খতিয়ে দেখতে হবে। অন্য কোনো খাতে টাকা খরচ হচ্ছে-এমন প্রমাণ পেলে ব্যবস্থা নিতে হবে। কী কারণে গ্রাহক অন্যখাতে ঋণ নিয়ে গেছেন, তার কারণ খুঁজে বের করতে হবে। ঋণমঞ্জুর, বিতরণ ও তদারকির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে কোনো গাফিলতি হলে ব্যাংক কোম্পানি আইন অনুসারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।