খালেদা জিয়ার সুচিকিসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিএনপির প্রতিকী অনশন
১ min read
এম রেজা তালুকদার টুনু জগন্নাথপুর থেকে– বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিকী অনশন পালন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
সমাবেশে বক্তারা বলেন, সরকার খালেদা জিয়াকে জেলে রেখে আবারো ক্ষমতায় যাওয়া পায়তারা করছে। বেগম খালেদা জিয়া বর্তমানে কারাগারে অসুস্থ্য অবস্থায় আছেন। এই অবৈধ সরকার জানে খালেদা জিয়া মুক্ত হলে আওয়ামীলীগ ভোটের মাঠে পরাজিত হবে। তাই তাকে বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। বক্তারা বেগম জিয়ার সুচিকিৎসা ও নি:শ^র্তে মুক্তি দাবী জানান।
সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় প্রতিকী অনশনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদিদ্দন মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আকবর আলী, রেজাউল হক, নাদীর আহমদ, আনিসুল হক, আনছার উদ্দিন, নাসির উদ্দিন লালা, পাথারিয়া ইউপির চেয়ারম্যান আমীনুর রশিদ আমিন প্রমুখ।