1. admingusar@gmail.com : admingusar :
  2. bnp786@gmail.com : editor :
  3. sylwebbd@gmail.com : mit :
  4. zia394@yahoo.com : Nurul Alam : Nurul Alam
  5. mrafiquealien@gmail.com : Rafique Ali : Rafique Ali
  6. sharuarprees@gmail.com : Sharuar : Mdg Sharuar
  7. cardgallary17@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :

জাতীয় ঐক্যে’ সরকার উৎখাতের ঘোষণা মওদুদের

  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুলাই, ২০১৮

নতুন আলো নিউজ ডেস্ক :জাতীয় ঐক্য সৃস্টি করে সরকার উৎখাত করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তি‌নি ব‌লেন, ‘আমরা চেষ্টা কর‌ছি জাতীয় পর্যা‌য়ে সকল রাজ‌নৈ‌তিক দলগু‌লোর ম‌ধ্যে জাতীয় সৃ‌ষ্টি করে ঐক্যম‌ত্যে আসার জন্য। কারণ ফ্যা‌সিবাদী সরকার‌কে নিয়মতা‌ন্ত্রিকভা‌বে উৎখাত করা সম্ভব হ‌বে না, তাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ক‌রে মা‌ঠে নাম‌তে হ‌বে। জাতীয় ঐক্যের মাধ্যমে সরকার‌কে নির্দলীয় সরকা‌রের অধী‌নে নির্বাচন দি‌তে বাধ্য করা হ‌বে।’

শ‌নিবার (১৪ জুলাই) দুপু‌রে জাতীয় প্রেসক্লা‌বের ভিআই‌পি লাউঞ্জে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা‌ জিয়া ‌মু‌ক্তি ও সু‌চি‌কিৎসার দা‌বি‌তে প্রতিবাদ সভার আয়োজন করে ‘জিয়া আর্দশ একা‌ডেমী’ নামক এক‌টি সংগঠন।

বিএন‌পি ছাড়া বাংলা‌দে‌শে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় মন্তব্য ক‌রে‌ মওদুদ আহমদ বলেন, ‘সময় খুব কম। আড়াই মাসের ম‌ধ্যে মান‌সিক ও শারী‌রিকভা‌বে প্রস্তুতি নি‌তে হ‌বে যে, আমরা ২০১৪ সা‌লের নির্বাচন হ‌তে দে‌বো না। বিনা চ্যা‌লেঞ্জে নির্বাচন ছে‌ড়েও দে‌বো না। একদলীয় নির্বাচ‌নের ষড়যন্ত্র কৌশল সফল হ‌তেও দে‌বো না।’

দ‌লের নেতাকর্মী‌দের উদ্দেশ্যে তিনি ব‌লেন, ‘প্রতিবাদ করার সময় এসে‌ছে। যথাসম‌য়ে কর্মসূ‌চি দেয়া হ‌বে। আমা‌দের মা‌ঠে নামার প্রস্তু‌তি নি‌তে হ‌বে। দে‌শি বি‌দেশি বন্ধুমহল অংশগ্রহণমূলক নির্বাচ‌নের কথা যে যাই বলুক বিএন‌পি‌কে ছাড়া বাংলা‌দে‌শে কোনও অংশগ্রহণমূলক নির্বাচন হ‌বে না। একমাত্র বিএন‌পির অংশগ্রহ‌ণের মাধ্যমে নির্বাচন অংশগ্রহণমূলক হ‌বে।’

বিএনপির এই নেতা আরও ব‌লেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচ‌নের ‌সুষ্ঠু প‌রি‌বেশ তৈ‌রি‌তে প্রথম শর্ত খা‌লেদা জিয়ার মু‌ক্তি। দ্বিতীয়ত সংসদ ভে‌ঙে দি‌তে হ‌বে, তৃতীয়ত সেনাবা‌হিনী মোতা‌য়েন কর‌তে হ‌বে ম্যা‌জি‌স্ট্রে‌সি ক্ষমতা দি‌তে হ‌বে, এবং চতুর্থ হ‌চ্ছে নির্বাচন ক‌মিশন পুনর্গঠন কর‌তে হ‌বে।’

নির্বাচন ক‌মিশ‌নের সমা‌লোচনা ক‌রে মওদুদ ব‌লেন, ‘বর্তমান নির্বাচন কমিশন অযোগ্য, অদক্ষ। এরা সরকা‌রের স্বার্থরক্ষায় গাজীপুর ও খুলনা সি‌টি নির্বাচ‌নে প্রমাণ কর‌ছেন, এরা সুষ্ঠু নির্বাচ‌নে ব্যর্থ। শুধু তাই নয়, নির্বাচন ক‌মিশন সরকা‌রি দল‌কে সমর্থন দি‌তে সারা দেশ থে‌কে আইনশৃঙ্খলা বা‌হিনী‌কে নির্বাচনী এলাকায় নি‌য়ে এসে বি‌রোধী রাজ‌নৈ‌তিকদ‌লের ওপর প্রেসার‌ ক্রি‌য়েট করা‌চ্ছে।’

তিনি বলেন, ‘গণত‌ন্ত্রে বিশ্বাস ক‌রি ব‌লেই নানান অনিয়ম ও দুর্নী‌তির পর স্থানীয় পর্যা‌য়ের নির্বাচনগু‌লো‌তে অংশ নি‌চ্ছে বিএন‌পি। এবং আসন্ন ‌তিন‌টি নির্বাচনের ধর‌নের ওপর জাতীয় নির্বাচনের চ‌রিত্র বুঝা যা‌বে। বিএন‌পির ভাবনায় থাক‌ছে নির্বাচ‌নে অংশ নে‌বে কিনা।’

খালেদা জিয়া‌র ছাড়া মু‌ক্তি ছাড়া জাতীয়তাবাদী দল নির্বাচ‌নের চিন্তাও ক‌রে না ব‌লেও জানান মওদুদ।

সংগঠনের সভাপতি মো. আজম খা‌নের সভাপ‌তি‌ত্বে এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে বক্ত‌ব্যে দেন, বিএন‌পির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ‌চেয়ারপারস‌নের উপ‌দেষ্ঠা হা‌বিবুর রহমান হা‌বিব, যুগ্ম-মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সে‌লিম ভুইয়া, সহ-তথ্যবিষয়ক সম্পাদক কা‌দের গ‌নি চৌধুরী, ঢাকা মহানগর (দ‌ক্ষিণ) বিএন‌পির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, স্বেচ্ছাসেবক দলের আক্তারুজ্জামান বাচ্চু ও ছাত্রদ‌লের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা প্রমুখ।

সূত্র: ব্রেকিংনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট
© All rights reserved © 2021 notunalonews24.com
Design and developed By Syl Service BD