শিহাবুল হক জকিগঞ্জ থেকে : আজ জকিগঞ্জের সেনাপতির চক এলাকার কুশিয়ারা নদীতে জেলে উরাল জালে আটকা পরে প্রায় ৯০কেজি ওজনের একটি বাঘ মাছ।
মাছটা পেয়েছে বিরশ্রী ইউনিয়নের আকাকল্যান গ্রামের জেলে ফরিদ।
মাছটি জকিগঞ্জ কাস্টমঘাটে আনা হয়। প্রাথমিকভাবে মাছটির দাম লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
