হায়রে বাংলাদেশ তোমার মাটিতে এখন বাচ্ছা জন্ম দেওয়া কি টিক হবে ?

মানুষের মৌলিক অধিকার হচ্ছে,
শিক্ষা” চিকিৎসা” ভাত” কাপর” বাসস্তান””
এই ৫/ টি অধিকার, যে মানুষ দিত পারে না !
এই ৫/টি অধিকার যে দেশ, দিতে পারে না !
এই ৫/ টি অধিকার যে সরকার, দিতে পারে না!
সেই মানুষ ” সেই দেশে” এবং সে সরকারের আমলে!! বাচ্ছা জন্ম দেয়া আশির্বাদ নয়, মহা অভিশাপ, অভিশাপ, অভিশাপ !!
হে বাংলাদেশের মানুষ, যে দেশে তূমার ছেলে, বেঁচে থাকার অধিকার আদায় করতে গিয়ে লাশ হয়ে ফিরে আসে!!
হে বাংলাদেশের মা বোনেরা, যে দেশে তোমার মেয়ে নিরাপদে বেচে থাকার অধিকার আদায় করতে গিয়ে কুকুর বাহিনির হাতে রেপ হয়ে, পেটে বাচ্ছা নিয়ে ঘরে ফিরে আসে।
সেই দেশে তুমার বেচেঁ থাকার কি কোন প্রয়োজন আছে ??
কোন মানবতার পর্যায়ে পরে, তুমি ঘরে বসে তোমার লাশ হয়ে ফিরে আসা বাচ্ছার বিচার চাও ?
কোন মানবতায় পরে”রেপ হয়ে, পেটে বাচ্ছাই নিয়ে ফিরে আসা” তোমার মেয়ের।
বিচার তুমি ঘরে বসে পেতে চাও!”
”””::::”””’
আমরা ত জানি” কুকুরে বাচ্ছা যখন কাউকে কামর দেয়। তখন কুকুর গুলির কুনু অনুভূতি হয়না, কারন তারা কুকুর।
কিন্তু তুমি !! তুমি ত মানুষ।
মানুষ হয়ে যখন দেক তোমার বাচ্চা কে কুকুর কামরাচ্ছে। তোমার কি তখন কোন অনুভূতি হয় !! যদি হয় তবে ঘরে কেনো ??
আর যদি না হয়, তুমি মানুষ কেন ??
লেখক: কবির