গাজীপুর পৌরসভার মেয়র আনিছুর ইন্দোনেশিয়ায়, তাহলে কারাগারে কে?

নতুন আলো অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানসহ দু’জনকে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় রবিবার কারাগারে প্রেরণ করে ঢাকা বিভাগীয় স্পেশাল আদালত। কিন্তু প্রকৃত মেয়র আনিছুর রহমান বর্তমানে বিদেশে অবস্থান করার বিষয়টি নিয়ে সোমবার গাজীপুরে আলোচনার ঝড় উঠে। বিষয়টি ছিল টক অব দ্যা ডিস্ট্রিক্ট। স্থানীয়দের প্রশ্ন প্রকৃত মেয়র বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তাহলে তার পরিবর্তে মেয়র আনিছুর রহমান পরিচয়ে কারাগারে প্রেরিত ব্যক্তিটি কে? আর কেনই বা সে মিথ্যা পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন? এ ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় এবং তাদের স্বার্থ সম্পর্কে জানতে চান এলাকাবাসী। এদিকে সোমবার মেয়র হিসেবে মিথ্যা পরিচয়দান কারীকে সোমবার আদালতে হাজির করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান গত শনিবার ৯ দিনের সরকারি সফরে ইন্দোনেশিয়া গেছেন। তিনি বিদেশ যাওয়ার পর দিন রবিবার ৯ সেপ্টেম্বর শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান পরিচয়ে এক ব্যাক্তি ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে চার মামলায় জামিনের আবেদন করেন।